Fri. Apr 4th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪ ॥ বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০১৫
96গত জুলাইয়ে দক্ষিণ আফ্রিকাকে ওয়ানডে সিরিজে হারিয়েই চ্যাম্পিয়নস ট্রফিতে অংশগ্রহণ নিশ্চিত করেছিল বাংলাদেশ। তবে আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষায় থাকতে হচ্ছিল। অবশেষে সুখবরটা এল বুধবার। বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি ২০১৭ চ্যাম্পিয়নস ট্রফির আট দলের নাম ঘোষণা করেছে। ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে সপ্তম স্থানে থাকা বাংলাদেশ ফিরেছে ওয়ানডের দ্বিতীয় সেরা টুর্নামেন্টে।
আইসিসি আগেই জানিয়েছিল, ৩০ সেপ্টেম্বর পর্যন্ত র‍্যাঙ্কিংয়ের সেরা আটটি দল চ্যাম্পিয়নস ট্রফিতে অংশ নেওয়ার সুযোগ পাবে। ৯৬ পয়েন্ট নিয়ে পাকিস্তান আর ওয়েস্ট ইন্ডিজকে পেছনে ফেলে দেওয়া বাংলাদেশ তাই নিশ্চিন্ত।
গত বিশ্বকাপের পর পাকিস্তান, ভারত ও দক্ষিণ আফ্রিকাকে টানা তিনটি সিরিজে হারানো মাশরাফির দলের উত্থানে কপাল পুড়েছে ওয়েস্ট ইন্ডিজের। প্রথম দুই বিশ্বকাপের চ্যাম্পিয়ন ক্যারিবীয়দের র‍্যাঙ্কিংয়ে নবম স্থানের কারণে আগামী চ্যাম্পিয়নস ট্রফিতে দর্শক হয়ে থাকতে হবে।
২০১৭ সালের ১ থেকে ১৮ জুন অনুষ্ঠেয় চ্যাম্পিয়নস ট্রফির আয়োজক ইংল্যান্ড। ২০০৬ সালের পর আবার এই প্রতিযোগিতায় খেলার সুযোগ পাওয়া বাংলাদেশ ও স্বাগতিক ইংল্যান্ড ছাড়া প্রতিযোগিতার অন্য ছয়টি দল ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা।
আটটি দল দুই গ্রুপে ভাগ হয়ে অংশ নেবে আগামী চ্যাম্পিয়নস ট্রফিতে। গ্রুপ চ্যাম্পিয়ন-রানার্সআপরা চলে যাবে সেমিফাইনালে। টুর্নামেন্টে ম্যাচের সংখ্যা ১৫টি। তবে এখনো গ্রুপিং আর সূচি ঠিক হয়নি।