খোলা বাজার২৪ ॥ বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০১৫
দেশের বাজারে নতুন স্মার্টফোন এনেছে মুঠোফোন সেবাদানকারী প্রতিষ্ঠান বাংলালিংক। উইন্ডোজ অপারেটিং সিস্টেম চালিত সাশ্রয়ী ‘বাংলালিংক আমরা এ১০বি’ স্মার্টফোনটি যৌথভাবে বাজারজাত করছে আমরা স্মার্ট সলিউশন্স ও বাংলালিংক।
বাংলালিংকের স্পন্সর প্রতিষ্ঠান জানিয়েছে, যেকোনো প্রিপেইড অথবা পোস্টপেইড বাংলালিংক গ্রাহক সেটটি কিনলে ১২ জিবি ইন্টারনেট ফ্রি পাবেন। সারা দেশে সব বাংলালিংক কাস্টমার কেয়ার সেন্টার ও বাংলালিংক পয়েন্টে স্মার্টফোনটি পাওয়া যাবে। ডিভাইসটির সঙ্গে ক্রেতারা একটি আকর্ষণীয় বাংলালিংক গিফটও পাবেন।
ফোনটির দাম ধরা হয়েছে ৫,৪০০ টাকা। এছাড়া ১,২০০ অননেট এসএমএস, ৬০০ মিনিটের অননেট টকটাইম এবং ৬০০ মিনিটের অফনেট টকটাইম ছয় মাসের জন্য বোনাস পাওয়া যাবে।
বাংলালিংকের ওয়েবসাইটের মাধ্যমেও এর অর্ডার দেয়া যাবে। প্রথম ৫০০ প্রি-অর্ডারকারী একটি বাংলালিংক মগ ও ব্যাগ উপহার পাবেন।