Sun. May 4th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪ ॥ বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০১৫
111স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ইতালির নাগরিক তেভেলা সিজার হত্যাকাণ্ডে আইএস-এর নিজস্ব ওয়েবসাইটে দায় স্বীকারের কোনো ঘোষণা পাওয়া যায়নি।
আজ বুধবার সন্ধ্যায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব এ. কে. মফিজুল হকের সই করা বিজ্ঞপ্তিটি গণমাধ্যমে পাঠানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ইতালীয় নাগরিক তেভেলা সিজার হত্যাকাণ্ডের পর সাইট (SITE Intelligence Group) নামক যুক্তরাষ্ট্রভিত্তিক জঙ্গি সংগঠন পর্যবেক্ষণ ওয়েবসাইটে আইএস’র বরাত দিয়ে দায় স্বীকার করে। কিন্তু বাংলাদেশ পুলিশের গোয়েন্দা সংস্থার তদন্তে এ পর্যন্ত আইএস এর নিজস্ব ওয়েবসাইটে এ ধরনের কোনো ঘোষণা পাওয়া যায়নি।
ওই বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, তাভেলা হত্যার তদন্ত পুলিশের গোয়েন্দা ও অপরাধ তথ্য বিভাগে (ডিবি) স্থানান্তর করা হয়েছে। তদন্তে সহায়তা করার জন্য ডিবির একজন উপ-পুলিশ কমিশনারের নেতৃত্বে ১১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। তাছাড়া তদন্তে সহায়তা করার জন্য সিআইডির একজন স্পেশাল সুপারিনটেনডে নেতৃত্বে আরেকটি কমিটি গঠন করা হয়েছে।
গুলশান-বনানী-বারিধারার কূটনৈতিক পাড়াসহ পুরো মহানগরীর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।