খোলা বাজার২৪ ॥ বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০১৫
মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডাদেশ পাওয়া জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন করবেন। আজ বুধবার বিকেলে আলী আহসান মোহাম্মদ মুজাহিদের আপিলের পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়। একই সঙ্গে মানবতাবিরোধী অপরাধের দায়ে বিএনপি নেতা সালাহউদ্দিন কাদের চৌধুরীর আপিলের পূর্ণাঙ্গ রায়ও প্রকাশিত হয়েছে। এ ব্যাপারে আলী আহসান মোহাম্মদ মুজাহিদের আইনজীবী শিশির মনির বলেছেন, ‘আমরা রিভিউ আবেদন করব। আশা করছি আলী আহসান মোহাম্মদ মুজাহিদ খালাস পাবেন।’ পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর বিএনপি নেতা সালাহউদ্দিন কাদের চৌধুরী ও আলী আহসান মুজাহিদ আগামী ১৫ দিনের মধ্যে রায় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন করার সুযোগ পাবেন। এ আবেদন খারিজ হয়ে গেলে মৃত্যুদণ্ড কার্যকর করতে আর কোনো বাধা থাকবে না।