খোলা বাজার২৪ ॥ বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০১৫
বাংলাদেশ পুলিশ এবং গোয়েন্দা বিভাগের তদন্তের পাশাপাশি সিজার তাভেলা হত্যাকাণ্ডের কারণ অনুসন্ধানে নিজস্ব গোয়েন্দা নেটওয়ার্কে কাজ শুরু করেছে ইতালি। জঙ্গি সংগঠন আইএস ওই হত্যাকাণ্ডের দায় স্বীকার করলেও তা নিজস্ব নেটওয়ার্কে নিশ্চিত হতে চায় ইতালির গোয়েন্দা সংস্থা। আইএস হলে কেনো সিজার টাভেলা টার্গেট হলেন আর আইএস না হলে কারা কেনো একজন ইতালীয়কে হত্যা করলো তা খুঁজে দেখার কাজ শুরু করেছে তারা।
ইতালীয় গণমাধ্যমের সংবাদের ইংরেজি অনুবাদ দেখাচ্ছে, বাংলাদেশে তাদের দেশের একজন উন্নয়ন কর্মীর হত্যাকাণ্ডের খবর ইতালীয়দের কাছে অনেকটা বিস্ময় হিসেবে মনে হচ্ছে। নিহত হওয়ার আগে কেউই টাভেলাকে না চিনলেও এখন ইতালিতে তিনি এখন আলোচিত নাম।
শোকের পাশাপাশি হত্যাকাণ্ডের কারণ অনুসন্ধান এবং দোষীরা আসলে বিচারের মুখোমুখি হচ্ছে কিনা তা নিয়ে তাদের মধ্যে গভীর আগ্রহ দেখা দিয়েছে। ইতালির গণমাধ্যমে সিজার তাভেলা হত্যাকাণ্ডের খবরের পাশাপাশি নানারকম বিশ্লেষণও প্রকাশ করা হচ্ছে।
তবে ঢাকায় ইতালি দূতাবাস এ বিষয়ে এখন পর্যন্ত শুধু শোক প্রকাশের পাশাপাশি ঢাকায় বাস করা ইতালীয়দের চলাফেরাসহ বিভিন্ন বিষয়ে সতর্ক করেছে।
কূটনৈতিক এলাকায় তার নিহত হওয়ার খবর জানিয়ে দূতাবাস বলেছে, বিষয়টি এখন পর্যন্ত বাংলাদেশ পুলিশের তদন্তের মধ্যে আছে।
পাশাপাশি ইতালির নাগরিকদের কোন কোন বিষয়ে সতর্ক থাকতে হবে তাও বলা হয়েছে।
নেদারল্যান্ডসভিত্তিক যে ইন্টারচার্চ কোঅপারেশন অর্গানাইজেশন (আইসিসিও)-এ টাভেলা প্রোগ্রাম ম্যানেজার ছিলেন সেই সংগঠন তাকে একজন কঠোর পরিশ্রমী এবং মানুষের জন্য সবসময় সহায়তার হাত বাড়িয়ে দেওয়া এক মানুষ হিসেবে উল্লেখ করেছে।
‘ঢাকায় কান্ট্রি অফিসে তার টিম সদস্য এবং সারাদেশে ফিল্ড অফিসগুলোতে তিনি অত্যন্ত সম্মানিত মানুষ ছিলেন,’ উল্লেখ করে উন্নয়ন সংস্থাটি তার মৃত্যুতে শোক প্রকাশ করে বলেছে: চলে যাওয়া মানুষটির প্রতি সম্মান জানিয়ে এ মুহূর্তে আমরা আর কোনো মন্তব্য না করে কর্তৃপক্ষীয় যে তদন্ত শুরু হয়েছে তা চলতে দেওয়ার পক্ষে।
ইতালীয় গণমাধ্যম জানাচ্ছে, তাভেলা বিবাহিত ছিলেন এবং ওই দম্পতির একটি কন্যা সন্তান আছে। দরিদ্র মানুষের জন্য কাজ করার ক্ষেত্রে অগ্রবর্তী এক মানুষ ছিলেন সিজার টাভেলা।