খোলা বাজার২৪ ॥ বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০১৫
একেই বুঝি বলে আইফোন ম্যানিয়া। শুধুমাত্র একটি আইফোনের জন্য কত কিছু ঘটে যাচ্ছে। এর আগে একজন আইফোন কেনার টাকা যোগাতে বিক্রি করে দিতে চেয়েছিলেন নিজের কিডনি। এবার প্রেমিকের কাছে আইফোন চেয়ে তা কিনে না দেয়ায় ভরা বাজারে নগ্ন হলেন এক প্রেমিকা। ঘটনাটি ঘটেছে চীনে।
প্রেমিকের কাছে প্রেমিকার আবদার ছিল সদ্য বাজারে আসা আইফোন ৬ঝ কিনে দিতে হবে। কোনও কারণে না কিনে দেওয়ায় প্রকাশ্য রাস্তায় নগ্ন হলেন সেই প্রেমিকা। ঘটনাটি যখন ঘটছে সে সময় উপস্থিত অনেকেই মোবাইলে সে দৃশ্যে তুলে রাখেন। যথারীতি তা সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে।
সেই ভিডিওতে দেখা যাচ্ছে, মোবাইল শো রুমের সামনে ফোন কিনে দেওয়া নিয়ে কথা কাটাকাটি চলছে ওই তরুণী এবং তার প্রেমিকের। ঝগড়ার মাঝে যখন তা প্রায় হাতাহাতি হওয়ার জোগাড় সে সময়ই হঠাৎই পোশাক খুলতে শুরু করেন ওই তরুণী। নিমেষের মধ্যে রাস্তা ভর্তি লোকের সামনেই নগ্ন হয়ে যান তিনি। এই দৃশ্য দেখে তাকে এক বার বাধা দেওয়ারও চেষ্টা করেননি তার প্রেমিক।