Sun. May 4th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪ ॥ বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০১৫
33ব্যক্তিগত একদিনের সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা লন্ডন যাচ্ছেন আজ বৃহস্পতিবার। আর আগে থেকেই লন্ডনে অবস্থান করছেন বিএনপি নেত্রী খালেদা জিয়া। তাদের মধ্যে দেখা-সাক্ষাৎ না হলেও এটা নিয়ে দুই দলের নেতাকর্মীদের মধ্যে দেখা দিয়েছে চাপা উত্তেজনা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বেশ কয়েকদিন ধরেই লন্ডনে আছেন। তিনি সেখানে চিকিৎসা করাচ্ছেন। আর প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘের ৭০তম সাধারণ পরিষদের অধিবেশনে অংশগ্রহণ শেষে দেশের ফেরার পথে একদিনের ব্যক্তিগত সফরে বৃহস্পতিবার লন্ডনে যাচ্ছেন। নিউইয়র্কে যাওয়ার সময়ও প্রধানমন্ত্রী লন্ডনে কয়েক ঘণ্টার যাত্রাবিরতি করেছিলেন। তখনও বিএনপি নেত্রী লন্ডনেই ছিলেন। লন্ডন আওয়ামী লীগের নেতারা জানিয়েছেন, প্রধানমন্ত্রীকে বহনকারী ফ্লাইটটি বৃহস্পতিবার রাত আটটায় লন্ডনের হিথ্রো বিমান বন্দরে অবতরণের কথা রয়েছে। তাই আওয়ামী লীগ নেতাকর্মীরা প্রধানমন্ত্রীকে স্বাগত জানোর প্রস্তুতি নিয়েছে। এদিকে প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে বৃহস্পতিবার বিকাল সাড়ে ৬টায় ক্ল্যারেজ হোটেলের সামনে বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে যুক্তরাজ্য বিএনপি। যুক্তরাজ্য আওয়ামী লীগের সহ-সভাপতি জালাল উদ্দীন, যুক্তরাজ্য যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জামাল খান সাংবাদিকদের জানান, প্রধানমন্ত্রীকে বহনকারী ফ্লাইটটি বৃহস্পতিবার রাত আটটায় লন্ডনের হিথ্রো বিমানবন্দরে পৌঁছার কথা রয়েছে। আমরা আমাদের নেত্রীকে স্বাগত জানাতে ইতিমধ্যেই প্র¯‘তি নিয়েছি। খালেদা জিয়ার লন্ডন সফরের শুরুতেই কাছাকাছি এলাকায় বিক্ষোভ হয়েছে। বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের হিথ্রো বিমানবন্দরে পৌঁছার আগেই আওয়ামী লীগের বিপুল সংখ্যক নেতা-কর্মী সেখানে অবস্থান গ্রহণ করেন। অনেক প্রবাসীও যোগ দেন তাদের সঙ্গে। হিথ্রো বিমানবন্দরে আওয়ামী লীগ নেতাকর্মীদের হাতে ‘গণহত্যাকারী খালেদা জিয়ার বিচার চাই’ লেখা পোস্টার ছিল বিএনপির সরকারবিরোধী আন্দোলনের সময়কার বিভিন্ন নাশকতামূলক ছবি সম্বলিত পোস্টার হাতে দাঁড়িয়ে ছিল নেতা-কর্মীরা।“সন্ত্রাসীদের না বলুন” হ্যাশট্যাগ সম্বলিত পোস্টার বহন করেন তারা। তবে অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি। নিউইয়র্কে সফররত বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে জাতিসংঘ সদর দপ্তরের সামনে নানা সেøাগানে বিক্ষোভ করছিল স্থানীয় বিএনপি। সেই বিক্ষোভে আচমকা হাজির হয়ে সবাইকে তাক লাগিয়ে দিলেন বাংলাদেশের একমাত্র নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস। তিনি এই বিক্ষোভে সমর্থন দেন এবং উপস্থিত সবার সঙ্গে কুশল বিনিময় করেন। স্থানীয় সময় রোববার সকালে এই বিক্ষোভের পর বিএনপি নেতাকর্মীরা নিউইয়র্কের হোটেল হিল্টনের সামনে অবস্থান নেয়। সেখানে শেখ হাসিনাকে প্রতিরোধের ঘোষণা দেন তারা। এর আগে জাতিসংঘের পরিবেশ-বিষয়ক সর্বো”চ সম্মাননা পুরস্কার ‘চ্যাম্পিয়ন্স অব দ্য আর্থ’ গ্রহণ করায় আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গণসংবর্ধনা দেওয়ার উদ্যোগ সফল করতে দফায় দফায় বৈঠক করছে ক্ষমতাসীন দলের বিভিন্ন পর্যায়ের নেতারা। বিমানবন্দর থেকে গণভবন পর্যন্ত প্রায় লক্ষাধিক লোকের সমাবেশ হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন নেতারা। আগামী ৩ অক্টোবর শনিবার বেলা দেড়টায় বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছানোর কথা। জলবায়ু পরিবর্তনে প্রথম সারির নেতৃত্বে অবদান রাখার জন্য জাতিসংঘ পরিবেশ কর্মসূচির (ইউনেপ) সর্বো”চ পরিবেশ বিষয়ক সম্মান। গত রোববার ‘চ্যাম্পিয়ন্স অব দ্য আর্থ’ পুরস্কার গ্রহণ করার আগের দিন তথ্যপ্রযুক্তিতে অগ্রগতির স্বীকৃতি হিসেবে আন্তর্জাতিক টেলিযোগাযোগ সংস্থার (আইটিইউ) ‘আইসিটি টেকসই উন্নয়ন পুরস্কারও’ গ্রহণ করেন তিনি। আওয়ামী লীগের সম্পাদকমন্ডলীর এক বৈঠকে গুরুত্বপূর্ণ দুটি পদক পাওয়ায় প্রধানমন্ত্রীকে গণসংবর্ধনা দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।এর পরই কর্মসূচিটি সফল করতে দফায় দফায় বৈঠক শুরু করে দলটি। বৈঠকের প্রথম পর্যায়ে বুধবার ঢাকা মহানগর আওয়ামী লীগ, সহযোগী সংগঠন ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের সাথে বৈঠক করেন কেন্দ্রীয় নেতারা। গত বৃহস্পতিবার ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র, ঢাকা মহানগরের দলীয় সংসদ সদস্যগণ এবং গাজীপুর জেলা, গাজীপুর মহানগর, সাভার, আশুলিয়া, কেরানীগঞ্জ ও রূপগঞ্জ আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকগণ এবং ঐ সকল এলাকার সংসদ সদস্যদের সাথে বৈঠক করবে কেন্দ্রীয় নেতারা।