Tue. Apr 8th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪ ॥ বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০১৫
37 মালমোকে ২-০ ব্যবধানে হারাল রিয়াল মাদ্রিদ। আর এর পুরো কৃতিত্ব ক্রিস্তিয়ানো রোনালদোর। রোনালদোর জোড়া গোলের কারণেই বড় জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ‘এ’ গ্রুপে এটি রাফায়েল তাদের টানা দ্বিতীয় জয়। খেলার শুরু থেকে রিয়ালের একের পর এক আক্রমণের মুখেও সুযোগ পেলে পাল্টা আক্রমণে যাচ্ছিল সুইডেনের ক্লাব মালামো। নয় মিনিটের মধ্যে দুইবার রিয়ালের জালে বল পাঠানোর চেষ্টা করেন তারা কিন্তু গোলরক্ষক কেইলর নাভাসকে ফাঁকি দিয়ে শেষ পর্যন্ত বল জালে পাঠাতে পারেনি মালামোর খেলোয়াররা। রিয়ালের খেলোয়ারদের নৈপুণ্যে ষোড়শ মিনিটে এগিয়ে যাওয়ার সুযোগ পায় রিয়াল কিন্তু মালমো গোলরক্ষক ইয়োহান উইল্যান্ড সেই সুযোগ কাজে লাগাতে দেয়নি রিয়ালকে। তবে খেলার ২৯ মিনিটে উইল্যান্ডকে পরাস্ত করেন রোনালদো। ইসকোর কাছ থেকে বল পেয়ে নিচু শটে বল জালে পাঠিয়ে দলকে এগিয়ে নেন রোলানদো। খেলার ৪২তম মিনিটে ব্যবধান ২-০ করেই ফেলেছিলেন দানি কারভাহাল। দুরূহ কোন থেকে তার জোরালো ভলি গোলরক্ষককে পরাস্ত করলেও বারে লাগে। তবে দ্বিতীয়ার্ধে ৫১তম মিনিটে বেনজেমার নৈপুণ্যে সুযোগ পায় রিয়াল। ফরাসি স্ট্রাইকারের চমৎকার ক্রস ইসকো বুক দিয়ে নামিয়ে দেন মাতেও কোভাচিচকে। কিন্তু এই মিডফিল্ডারের শট পৌঁছায়নি। রিয়ালের আক্রমণ সামাল দেওয়ার ফাঁকে ৭৪তম মিনিটে সমতায় ফেরার সুযোগ তৈরি করে মালমো। মার্কুস রোসেনবার্গের হেড লক্ষ্যে না থাকায় প্রচেষ্টাটি ব্যর্থ হয়ে যায়। ৭৮তম মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখে ভিক্তর ইয়োতুন মাঠ ছাড়লে মালমো ১০ জনের দলে পরিণত হয়। বাকি সময়টুকু নিজেদের রক্ষণ সামলাতেই ব্যস্ত থাকতে হয় স্বাগতিকদের। ৮০ ও ৮৫তম মিনিটে দুইবার রোনালদোকে হতাশ করেন উইল্যান্ড কিন্তু রোনালদোকে রিয়াল কিংবদন্তি রাউল গনসালেসের পাশে বসা থামাতে পারেননি তিনি। ৮৯তম মিনিটে দ্বিতীয়বারের মতো জালে বল পাঠিয়ে রিয়ালের হয়ে রাউলের সর্বোচ্চ ৩২৩ গোলের রেকর্ডে ভাগ বসান রোনালদো।