খোলা বাজার২৪ ॥ বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০১৫
চ্যাম্পিয়ন্স লিগে আরেকটি নির্ঘুম রাত কাটিয়ে নিরাশ হননি ফুটবল ভক্তরা। বিশেষ করে রিয়াল মাদ্রিদ সমর্থকদের জন্য বাড়তি পাওনাই হয়ে রইল। কেননা তাদের প্রাণভ্রমরা ক্রিশ্চিয়ানো রোনালদো এফসি মালমোর বিপক্ষে ২৯ মিনিটে গোল করে গড়েছেন পেশাদার ফুটবলে ৫০০ গোলের মাইল ফলক। আর ম্যাচের শেষ মুহুর্তে আরো একটি গোল করে ভাগ বাসান রাউল গঞ্জালেসের করা ৩২৩ গোলের রেকর্ডটিতে। যা ছিল লস বাঙ্কোদের হয়ে সর্বকালের সর্বো”চ গোলদাতার আসন। যদিও হ্যট্ট্রিকের সুযোগ পেয়ে কাজে লাগাতে পারেনি পর্তুগীজ যুবরাজ। তারপরও প্রথম বারের মত সুইস ক্লাব মালামোর বিপক্ষে ২-০ গোলের জয়ের স্মৃতি অমর হয়েই থাকবে রিয়াল মাদ্রিদের ইতিহাসে।