খোলা বাজার২৪ ॥ বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০১৫
বাংলাদেশ নারী দলকে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ১১৫ রানের টার্গেট দিয়েছে পাকিস্তান নারী ক্রিকেট দল। বৃহস্পতিবার করাচির সাউথার্ন ক্লাব স্টেডিয়াম মাঠে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন পাকিস্তান নারী ক্রিকেট দলের অধিনায়ক সানা মির। ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১১৪ রান সংগ্রহ করে স্বাগতিক পাকিস্তান। দলের পক্ষে মেরিনা ৩৩, বিসমাহ মারুফ ৪৪, আলিয়া ২০ রান করেন। বাংলাদেশের হয়ে নাহিদা আক্তার ২টি, সালমা ও লতা ১টি করে উইকেট লাভ করেন। এর আগে প্রথম টি-টোয়েন্টিতে পাকিস্তান নারী ক্রিকেট দল বাংলাদেশকে ২৯ রানে হারিয়ে সিরিজে ১-০ তে এগিয়ে রয়েছে। সিরিজে সমতা আনতে হলে আজকের ম্যাচে বাংলাদেশকে জিততেই হবে।