খোলা বাজার২৪ ॥ বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০১৫
জাতিসংঘের সাধারণ অধিবেশন শেষ করে দেশে ফেরার পথে আগামী ৩ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক ঘণ্টার জন্য সিলেটে নামবেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
এদিন যুক্তরাষ্ট্র থেকে সরাসরি একটি ফ্লাইটে সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।
সিলেট আওয়ামী লীগ নেতারা ‘চ্যাম্পিয়ন অব দ্য আর্থ’ পুরস্কার পাওয়ায় প্রধানমন্ত্রীকে ছোট পরিসরে সংবর্ধনা দেয়ার কথা ভাবছেন।
সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ জানান, সিলেট আওয়ামী লীগের সিনিয়র কয়েকজন নেতার সঙ্গে সৌজন্য সাক্ষাত করতে পারেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীকে সংবর্ধনা দেয়ার বিষয়ে বৃহস্পতিবার এক সভায় সিদ্ধান্ত গৃহীত হবে।