Sun. May 4th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪ ॥ বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০১৫
41নাশকতার অভিযোগে দায়েরকৃত ৫ মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও সাংবাদিক শওকত মাহমুদের রিমান্ড ও জামিনের আবেদন নামঞ্জুর করেছেন আদালত। ৩ কার্যদিবসের মধ্যে তাকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেয়া হয়েছে।
বৃহস্পতিবার ঢাকার সিএমএম আদালতের ম্যাজিস্ট্রেট আতাউল হকের আদালত এ রায় ঘোষণা করেন।
তদন্ত কর্মকর্তারা ১০দিনের রিমান্ডের আবেদন জানান। অন্যদিকে শওকত মাহমুদের আইনজীবী জামিনের আবেদন জানান ।
উল্লেখ্য, রাজধানীর পান্থপথে সামারাই কনভেনশন সেন্টারের গেট থেকে গত ১৮ আগস্ট শওকত মাহমুদকে গ্রেফতার করে পুলিশ। চলতি বছর বিএনপি জোটের হরতাল-অবরোধ চলাকালে এই মামলাগুলো করা হয়।