Sun. May 4th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪ ॥ বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০১৫
43সিরিয়ায় বিমান হামলা চালানো নিয়ে ‘যত দ্রুত সম্ভব’ আলোচনায় বসতে যাচ্ছে রুশ ও মার্কিন সেনাবাহিনী। দুই দেশের শীর্ষ কূটনীতিকরা এ খবর জানিয়েছে।
এ ব্যাপারে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ জানান, যেকোনো ধরনের অনিচ্ছাকৃত ঘটনা এড়াতে যোগাযোগ (দু’দেশের মধ্যে) স্থাপন জরুরি।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরিও জানান, যত দ্রুত সম্ভব দু’দেশের মধ্যে আলোচনা হবে। সম্ভব হলে বৃহস্পতিবারের মধ্যেই।
সিরিয়ায় ইসলাসিক স্টেটের (আইএস) বিরুদ্ধে রাশিয়া বুধবার থেকে প্রায় ২০টি বিমান হামলা চালিয়েছে বলে দেশটির প্রতিরক্ষা বিভাগের কর্মকর্তারা জানিয়েছে
তবে রাশিয়া আইএস নয়, বরং আসাদবিরোধীদের লক্ষ্য করে হামলা চালাচ্ছে বলে শঙ্কা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র।
যুক্তরাষ্ট্রও অবশ্য সিরিয়া ও ইরানে আইএসের ওপর বিমান হামলা চালাচ্ছে।
তবে সিরিয়ায় আইএস বিরোধী অভিযানে রাশিয়া ও মার্কিন বাহিনীর মধ্যে খুব কম সমন্বয় হয়েছে বলে ন্যাটো জানিয়েছে।
যুক্তরাষ্ট্রের অভিযোগ, রাশিয়া বুধবার বিমান হামলা চালানোর মাত্র ঘণ্টাখানেক আগে তারা বিষয়টি জানতে পেরেছে।
সিরিয়ায় ২০১১ সালের মার্চে সরকারবিরোধী আন্দোলন শুরু হয়। পরবর্তীতে তা রূপ নেয় গৃহযুদ্ধে। প্রায় সাড়ে চার বছর ধরে চলা সংঘাতে এ পর্যন্ত আড়াই লাখের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। গৃহহারা হয়েছেন এক কোটি ১০ লাখেরও বেশি মানুষ। তাদের মধ্যে প্রায় ৪০ লাখ মানুষ অন্য দেশে আশ্রয় নিয়ে বাধ্য হয়েছেন। সিরিয়ায় গৃহযুদ্ধের সুযোগে দেশটিতে শক্ত ঘাঁটি গড়ে তুলেছে আইএস।