Sun. May 4th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪ ॥ বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০১৫
45চীনের দক্ষিণাঞ্চলীয় শহর লিউশেংয়ে বৃহস্পতিবার এক ভবনে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় কেউ হতাহত হয়েছে কি না, প্রাথমিকভাবে এখনও জানাতে পারেনি স্থানীয় আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।
উল্লেখ্য, লিউশেংয়ে গতকাল বুধবার স্থানীয় সময় ৩টা থেকে বিকাল ৫টা পর্যন্ত মোট ১৭টি বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়ার প্রতিবেদনে জানা যায়, বুধবার একই শহরে ডাকবাহী প্যাকেজে রাখা বোমার বিস্ফোরণে অন্তত সাতজন নিহত ও অর্ধ শতাধিকের বেশি আহত হন।
নতুন এ বিস্ফোরণে ভবনটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানানো হয়েছে। এ ব্যাপারে বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে পুলিশ।
লিউশেংয়ে শহরের একটি হাসপাতাল, স্থানীয় বাজার, একটি শপিংমল, একটি বাস স্টেশন ও কয়েকটি সরকারি ভবনে বিস্ফোরণগুলো ঘটানো হয়। সরকারি ভবনগুলোর মধ্যে একটি কারাগার ও একটি ডরমেটরিও আছে।