Sun. May 4th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪ ॥ বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০১৫
46সেতুটি পার হতে হলে যথেষ্ট সাহসিকতার পরিচয় দিতে হবে। এ কারণে কাঁচনির্মিত ঝুলন্ত সেতুটির নাম ‘সাহসী লোকের ব্রিজ’ (দ্য হাওহান কিয়াও) রেখেছে কর্তৃপক্ষ।
ভাবুন তো, ৫৯০ ফুট (১৮০ মিটার) উপর দিয়ে হাঁটছেন, কিন্তু পায়ের নিচে শুধু কাঁচ তাও কোনো ধরনের পিলার ছাড়া। প্রতি পদক্ষেপেই ভয় জাগবে এই বুঝি কাঁচ ভেঙ্গে পড়ল। ভয় আরও বেড়ে যাবে যখন নিচের দিকে তাকাবেন। স্বচ্ছ কাঁচের মধ্য দিয়ে স্পষ্ট দেখতে পাবেন গিরিখাদ।
চীনের হুনান প্রদেশের পাহাড়ী এলাকায় এমন সেতুই বানিয়েছে স্থানীয় প্রশাসন। ৩০০ মিটার (৯৮৪ ফুট) লম্বা ওই সেতুটিকে ভাবা হচ্ছে বিশ্বের প্রথম পূর্ণ কাঁচনির্মিত ঝুলন্ত সেতু।
সেতুটি কিন্তু প্রথমে কাঁচের ছিল না। অন্যান্য ঝুলন্ত সেতুর মতো কাঠের পাটাতনেই নির্মিত হয়েছিল সেতুটি। কিন্তু পর্যটকদের বাড়তি আকর্ষণের জন্যই তা বদলে কাঁচের পাটাতন ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়।
কাঁচের পাটাতন ভেঙ্গে পড়বে না তো? এমন প্রশ্নের জবাবে পর্যটকদের আশ্বস্তই করেছে নির্মাণকারী প্রতিষ্ঠান। তারা জানিয়েছে, ২৪ মিলিমিটার ঘন কাঁচগুলো স্বাভাবিক কাঁচের চেয়ে ২৫ গুণ বেশি শক্তিশালী।
কাঁচে যদি কখনো ফাঁটলও ধরে শক্ত স্টিলের কাঠামো থাকায় তা একেবারে ভেঙ্গে যাবে না বলেও উল্লেখ করা হয়েছে।

ভিডিও দেখতে ক্লিক করুন