খোলা বাজার২৪ ॥ বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০১৫
ইতালিয়ান নাগরিক হত্যাকাণ্ডের জের ধরে ঢাকায় বিভিন্ন দেশের ‘সতর্কতা’ জারির পর এবার ঢাকা সফর স্থগিত করেছেন যুক্তরাজ্যের পররাষ্ট্র ও কমনওয়েলথ বিষয়ক প্রতিমন্ত্রী হুগো সোয়ার। আগামী ৩ অক্টোবর তার ঢাকা সফরে আসার কথা ছিল। কূটনৈতিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব নেয়ার পর প্রথম বাংলাদেশ সফরে আসার কথা ছিল হুগো সোয়ারের। সফরকালে প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, বাণিজ্যমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এর সূচি ছিল।
এছাড়া সফরকালে ব্রিটিশ উন্নয়ন সংস্থা- ডিএফআইডি’র অর্থায়নে দেশের বিভিন্ন এলাকায় পরিচালিত কয়েকটি উন্নয়ন প্রকল্পও পরিদর্শন করার কথা ছিল বিটিশ এই প্রতিমন্ত্রীর।
এর আগেই ঢাকায় ইতালিয়ান নাগরিক হত্যার প্রেক্ষিতে বাংলাদেশে নিজ দেশের নাগরিকদের চলাচলে সতর্কতা জারি করেছে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, ইতালি ও দক্ষিণ কোরিয়া। এছাড়া ওই হত্যার ঘটনায় উদ্বেগও প্রকাশ করা হয়েছে।