খোলা বাজার২৪ ॥ বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০১৫
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরী এবং জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের মৃত্যু পরোয়ানা কেন্দ্রীয় কারাগারে পৌঁছেছে।
এর আগে আজ বৃহস্পতিবার ৩টার দিকে ট্রাইব্যুনাল থেকে মৃত্যুর পরোয়ানা পাঠানো হয়।
এ রায়ের অনুলিপির আরও তিনটি কপি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সজিব, আইন সচিব ও ঢাকা জেলা ম্যাজিস্ট্রেট বরাবর পাঠানো হয়েছে।
ট্রাইবুন্যালের সিরাজুল ইসলাম ও তাপস চন্দ্রের নেতৃত্বে ৬ সদস্যের একটি প্রতিনিধি দল এ রায়ের কপিগুলো পৌঁছে দিয়েছে।