খোলা বাজার২৪ ॥ বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০১৫
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার মাহবুব হোসেন বলেছেন, বর্তমান সরকার কথায় কথায় দেশে জঙ্গিবাদ উত্থান হয়েছে বলে যে ফাঁদ তৈরি করে পশ্চিমা দেশগুলোর সহযোগিতা নিতে চেয়েছিলেন সেই ফাঁদেই সে আটকা পড়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ জাতীয় দল আয়োজিত ‘জঙ্গি তথ্যের আবিষ্কার, সঙ্কট ও পরিণতির মুক্তির উপায়’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
তিনি বলেন, সরকার দেশকে ব্যর্থ রাষ্ট্র বানানোর সমস্ত আয়োজন সম্পন্ন করেছে। সরকার জঙ্গিবাদ প্রচার করে দেশের ইমেজ ক্ষুন্ন করেছে। বিশ্বে কয়েকটি দেশ ট্রাভেল এলার্ট জারি করেছে। এটি দেশের জন্য লজ্জার ব্যাপার।
প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে তিনি বলেন, আপনার লজ্জা হওয়া উচিৎ। আপনি কিভাবে প্রধানমন্ত্রী হয়েছেন আপনি ভুলে যেতে চাইলেও বিশ্বের মানুষ ভুলে নাই। আপনার অনেক আবেদন নিবেদন করে বিদেশ যেতে হয়। আপনার কথা বলার নৈতিক সাহস নেই।
তিনি আরও বলেন, সরকার ও প্রধানমন্ত্রী উন্নয়নের প্রচার করেন। আপনারা যদি দেশের উন্নয়ন ও জনগণের মঙ্গল করে থাকেন তাহলে সুষ্ঠ নির্বাচন দিন। জনগণ আপনাদের লুফে নিবে। সে সাহস আপনার নেই।
আয়োজক সংগঠনের সভাপতি এডভোকেট এহসানুল হুদার সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, বাংলাদেশ ন্যাপ ভাসানীর চেয়ারম্যান জেবেল রহমান গানী, মহাসচিব গোলাম মোস্তফা ভূইয়া প্রমুখ।