খোলা বাজার২৪ ॥ বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০১৫
সিরাজগঞ্জ সদর উপজেলার বহুলী ইউনিয়নের ব্রক্ষখোলা গ্রাম থেকে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত গৃহবধূর নাম সেলিনা বেগম (২৩)। সে মুকুল হোসেনের স্ত্রী। সেলিনা সিরাজগঞ্জ শহরে একটি মেসে ঝিয়ের কাজ করত।
বৃহস্পতিবার সকাল ১০টায় পুলিশ নিহত গৃহবধূর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
এ ঘটনায় পুলিশ নিহতের স্বামী মুকুল হোসেনকে আটক করেছে পুলিশ।
পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, সিরাজগঞ্জ সদর উপজেলার ব্রক্ষখোলা গ্রামের আবু বকরের সঙ্গে প্রায় দেড় বছর আগে বিয়ে হয় মুকুল হোসেনের। বিয়ের পর থেকে যৌতুক নিয়ে তাদের মধ্যে পারিবারিক কলহ চলে আসছিল।
বুধবার রাতে তাদের মধ্যে পুনরায় কথা কাটাকাটি হয়। এরই একপর্যায়ে সেলিনাকে হত্যা করে লাশ ঘরের মধ্যে ঝুলিয়ে রাখা হয়।
বৃহস্পতিবার সকালে বাড়ির পার্শ্ববর্তী লোকজন তার ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।
সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল ইসলাম লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের পরিবারের দাবি এটি হত্যা। হবে এটি হত্যা না আত্মহত্যা তা ময়নাতন্তের রিপোর্ট ছাড়া বলা যাচ্ছে না।