Fri. May 2nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪ ॥ বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০১৫
78বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক মুক্তিযুদ্ধকালীন মুজিব নগর সরকারের পশ্চিমাঞ্চলীয় জোনের জোনাল চেয়ারম্যান সাবেক সংসদ সদস্য এম. আব্দুর রহিম এ্যাডভোকেট গুরুতর অসুস্থ হয়ে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন।
প্রবীন রাজনীতিক এম. আব্দুর রহিম দীর্ঘদিন ধরে ডায়াবেটিক, কিডনি, হাইপারটেনশনসহ বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছেন। গত ৩/৪ দিনে তার স্বাস্থ্যের অবনতি হলে ২৯ সেপ্টেম্বর মঙ্গলবার রাতে তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের কার্ডিওলজি বিভাগের সিসিইউ ওয়ার্ডে ভর্তি করা হয়। প্রবীন এই রাজনীতিকের শারীরিক অবস্থা পর্যবেক্ষনের জন্য দিনাজপুর মেডিকেল কলেজের কার্ডিওলজি ও মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডাঃ খালিদ হাসানকে প্রধান করে সাত সদস্যের একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। এই মেডিকেল বোর্ডের তত্বাবধানে তার চিকিৎসা চলছে।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি তার পিতা এম. আব্দুর রহিমের দ্রুত আরোগ্য লাভের জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন। এছাড়া তার রোগমুক্তি কামনা করে দিনাজপুর জেলা আওয়ামী লীগ বৃহস্পতিবার সন্ধ্যায় দলীয় কার্যালয়ে দোয়ার মাহফিলে আয়োজন করে।
জাতির জনকের ঘনিষ্ঠ সহচর এম. আব্দুর রহিম ১৯৭০ সালে প্রাদেশিক পরিষদের সদস্য নির্বাচিত হয়ে ১৯৭১ এর মহান স্বাধীনতা যুদ্ধে বৃহত্তর দিনাজপুর আঞ্চলের মুক্তিযুদ্ধের সংগঠক হিসেবে অক্লান্ত পরিশ্রম করেন। তিনি স্বাধীন বাংলাদেশের সংবিধান প্রণয়ন কমিটির অন্যতম সদস্য ছিলেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন স্বাধীনতাত্তোর বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি ছিলে তখন এম. আব্দুর রহিম সহ-সভাপতির দায়িত্ব পালন করেন। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তনের ক্ষেত্রেও তিনি গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করেন। তিনি আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করেন।