Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪ ॥ বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০১৫
83ফিলিপাইনে রাস্তার ধারে পুতে রাখা বোমা বিস্ফোরণে রাজনৈতিক নেতার গাড়ি বহরে থাকা ৪ ব্যক্তি নিহত হয়েছে। এদিকে বিবাদ-বিধ্বস্ত দক্ষিণাঞ্চলে আরেকটি পৃথক ঘটনায় বাসে বোমা বিস্ফোরণে বেশ কিছু সংখ্যক আহত হয়েছে। খবর-বাসস।
কর্তৃপক্ষ জানিয়েছে, প্রথম বিস্ফোরণটি ঘটে বসিলান দ্বীপে। এতে আব্দুলবাকি আযিবন নামে এক স্থানীয় কর্মকর্তার তিন দেহরক্ষী ও অপর আরেক ব্যক্তি নিহত হন।
ইসাবেলা পুলিশ তত্ত্বাবধায়ক প্রধান আলবার্ট লারুবিস সাংবাদিকদের জানিয়েছেন, দুই-যানবহন বহরে ১১ ব্যক্তি যাত্রা করলে তারা প্রত্যেকেই আহত হন। তবে, ইসাবেলা নগরীর ভাইস মেয়র এতে অক্ষত অবস্থায় বেঁচে যান। তদন্তকারীরা জানায়, বোমাটি ইসাবেলা নগরীর মেয়র চেরিলিন আকবরের বাড়ির কাছে পুঁতে রাখা হয়েছিল।
তারা জানান, দুই কর্মকর্তাকে টার্গেট করার কারণ জানা যায়নি। লারুবিস জানান, বিস্ফোরণে আযিবনের পিকআপ ট্রাকের পেছন দিক ধ্বংসপ্রাপ্ত হয়েছে। কেউ এ ঘটনার দায়িত্ব স্বিকার করেনি। তবে বাসিলানে আল-কায়েদা সম্পর্কিত আবু সায়াফ দল শক্তিশালী। এদের সম্পর্কে পশ্চিমা অপহরণ ও মারাত্মক বোমা বিস্ফোরণের অভিযোগ রয়েছে।
ইসাবেলা থেকে ৩০০ কিলো (১৮৬ মাইল দূরবর্তি) মিটার দূরবর্তি খামার শহর পলোমলোকের কাছাকাছি একটি বাস লক্ষ্য করে আরেকটি বোমা ছোঁরা হয়।