খোলা বাজার২৪ ॥ বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০১৫
সম্প্রতি লামুডি বাংলাদেশে এবং ব্র্যাক ব্যাংক লিমিটেড এর মধ্যে একটি অনলাইন চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
এর মাধ্যমে দেশে শীর্ষ স্থানীয় অনলাইন রিয়েল এস্টেট মার্কেট লামুডি এর ওয়েবসাইটে ব্র্যাক ব্যাংক লিমিটেড এর সাহায্যে একটি হোমলোন ক্যালকুলেটর সংযুক্ত করা হয়েছে।
এই চুক্তির ফলে লামুডি বাংলাদেশে এবং ব্র্যাক ব্যাংক লিমিটেড এর সহযোগিতায় ক্রেতা সাধারণ আলাদাভাবে বাড়ি খোঁজা এবং বাড়ির ঋণ এর ব্যবস্থা করার জটিলতাকে অনেকাংশে সহজ করে তুলবে।
ব্র্যাক ব্যাংক লিমিটেড এর রিটেইল ব্যাংকিং এর বিভাগীয় প্রধান এবং রাজেশ গ্রোভার, লামুডি’র সহ প্রতিষ্ঠাতা এবং ব্যবস্থাপনা পরিচালক স্ব-স্ব প্রতিষ্ঠানের পক্ষ থেকে এই চুক্তিতে স্বাক্ষর করেন।