খোলা বাজার২৪ ॥ বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০১৫
জেলার সিংড়া উপজেলার বড় চৌগ্রামের জোড়ব্রিজ এলাকায় যাত্রীবাহি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খাদে পড়ে শিশু-বৃদ্ধসহ কমপক্ষে ৩০ জন আহত হয়েছে। এতে আহতদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় নাটোর-বগুড়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
আহতদের রাজশাহী মেডিকেল, নাটোর সদর ও সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।
পুলিশ ও বাসের আহত যাত্রী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার আগমনী পরিবহন নওগা-১৩ নম্বরের একটি যাত্রীবাহি বাস অপর আরেকটি আগমনী পরিবহনের বাসের সাথে পাল্লা দিয়ে নাটোর যাওয়ার সময় চৌগ্রামের জোড়ব্রিজ এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে।
খবর পেয়ে দ্রুত সিংড়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এলাকাবাসীর সহায়তায় দুর্ঘটনা কবলিত বাস থেকে আহত যাত্রীদের উদ্ধার করে।
আহতরা হলেন- আল আমিন (২০), মোজাফ্ফর (৫০), মুস্তাকিন (১২), নজরুল (২৫), নারায়ণ কুন্ডু(২৫), পপি (২৬), মিলন (১৮), জাহাঙ্গীর (৫০), মকছেদ আলী (৫৫), তাসলিমা (২৬), শাহিন (৩), মানিক পাগল (৪৫), রুবিনা (২৫), রিপা (১২), রাহী (১), রুখসানা (২৫), সুজন কুমার সরকার (২৫), নাসিরাম (১৪), মুছাদদিকা (১৪)।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. মুরাদ হোসেন ব্রেকিংনিউজকে জানান, এ পর্যন্ত ২৭ জনকে ভর্তি করা হয়েছে এর মধ্যে অজ্ঞাত ৩ জনসহ মোট ৬ জনের অবস্থা গুরুতর হওয়ায় রামেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বাকিদের চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন মন্ডল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।