Wed. Mar 12th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪ ॥ বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০১৫
88সুনামগঞ্জের দিরাই উপজেলার নাচিনী চন্ডিপুর গ্রামে বৃহস্পতিবার রাত সাড়ে ৭টায় ছেলের হাতে মা ও সন্তান খুন হয়েছে।
ঘাতক একরাম (৩৫) নাচিনী চন্ডিপুর গ্রামের মৃত আসমত আলীর ছেলে। নিহতরা হলেন— মা আমেনা বিবি (৫৫) ও আড়াই মাসের ছেলে মিলন মিয়া।
দিরাই সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) সুরত আলম দ্য রিপোর্টকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, স্থানীয়রা ঘাতক ছেলেকে আটক করে। পরে খবর পেয়ে পুলিশ তাকে থানায় নিয়ে আসে। এ ছাড়া লাশ দুটি উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠানোর উদ্যোগ নেওয়া হচ্ছে।
তিনি আরও জানান, স্থানীয়রা ধারালো অস্ত্র দিয়ে মা ও নিজ সন্তানকে হত্যা করার কথা জানিয়েছেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।