Wed. Mar 12th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪ ॥ বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০১৫
91বয়ফ্রেন্ড ছেড়ে যাবার পর নিজের শরীরে আগুণ লাগিয়ে আত্মহত্যা করেছে বৃটেনের ১৫ বছর বয়সী এক মেয়ে। রেবেকা বেরি নামে ওই মেয়েটির ডাকনাম ছিল রেব। ৭ মাস ধরে বয়ফ্রেন্ডের সঙ্গে প্রেমের স¤পর্ক ছিল তার। কিন্তু ওই বয়ফ্রেন্ড তাকে ছেড়ে চলে যাবার পর তাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে মরিয়া হয়ে বেশ কয়েকটি বার্তা পাঠায় রেব। এর মধ্যে আত্মহত্যা করার সিদ্ধান্ত নেয়ার কথাও জানায় রেবেকা। কিন্তু তার হুমকি গুরুত্বের সঙ্গে নেয়নি ওই ছেলে। কেননা, এ ধরণের হুমকি আগেও দিয়েছে সে। কিন্তু পরেরদিনই ওই হুমকি বাস্তবায়ন করেই ছাড়লো স্কুলপড়–য়া মেয়েটি। এ খবর দিয়েছে বৃটিশ পত্রিকা দ্য মিরর। রেবের পালক মা গিল স্কট-টেইলর বাগানে তার মৃতদেহ খুঁজে পান। সেখানে পোড়ার চিহ্নগুলো ¯পষ্টই ছিল। স্থানীয় শেরিফ পেয়নে জানিয়েছেন, নিজেই নিজেকে হত্যা করেছেন রেব। কিন্তু সে আসলে মরতেই শরীরে আগুণ জ্বালিয়েছিল কিনা, তা নিয়ে সন্দেহ রয়েছে। তিনি আরও বলেন, এ ধরণের মৃত্যু আসলেই দুঃখজনক। তার ওপর মেয়েটি এক কিশোরী। সামনে যার অনেক কিছুই দেয়ার ছিল।
ডরসেটের উইমবর্নে কুইন এলিজাবেথ’স স্কুলের শিক্ষার্থী ছিল রেব। ৭ মাসের স¤পর্ক ভেঙ্গে দিয়ে তার প্রেমিক চলে গেলে, মুষড়ে পড়ে মেয়েটি। এরপর ছেলেটির মন পুনরায় জয় করার জন্য মরিয়া চেষ্টা চালায় রেব। কিন্তু ব্যর্থ হয় ১৫ বছরের এ বালিকা। এমনকি সাবেক বয়ফ্রেন্ডকে আত্মহত্যা করার বার্তা পাঠিয়েও টলাতে পারেনি সে। সর্বশেষ বার্তায় রেবেকা লিখেছে, আমি শুধু বলতে চাই, আমি তোমাকে ভালোবাসি, শেষবারের মতো। তাই বিদায়। এর পরেরদিনই বাড়ির পাশের বাগান থেকে উদ্ধার করা হয় তার আগুণে পোড়া লাশ।