Fri. May 2nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪ ॥ শুক্রবার, ০২ অক্টোবর ২০১৫
4সিরিয়া ইস্যুতে রাশিয়ার সঙ্গে সরাসরি কোনা যুদ্ধে জড়াতে চায় না আমেরিকা। মার্কিন রাজনৈতিক বিশ্লেষক ও ‘অ্যাটাক দ্যা সিস্টেম ডট কম’র প্রধান সম্পাদক কিথ পিটারসন এ কথা বলেছেন। খবর- রেডিও তেহরান।
তিনি বলেন, সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল’র সহযোগিতায় প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে ক্ষমতাচ্যুত করাই হচ্ছে আমেরিকার প্রাথমিক লক্ষ্য। ইরানের প্রেস টিভিকে দেয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেছেন পিটারসন।
এর আগে মার্কিন সিনেটের পররাষ্ট্র সম্পর্ক বিষয়ক কমিটির চেয়ারম্যান বব ক্রোকার গতকাল (বুধবার) বলেছেন, মার্কিন সরকারের উচিত সিরিয়ায় আইএসআইএল এবং প্রেসিডেন্ট আসাদ দু পক্ষকেই টার্গেট করা। সিরিয়ায় রুশ বিমান হামলা শুরুর পরপরই ক্রোকার এ মন্তব্য করেন।
এ সম্পর্কে পিটারসন বলেন, দৃশ্যত মনে হচ্ছে ওবামা প্রশাসন আইএসআইএল’র বিরুদ্ধে লড়াই থেকে সরে আসছে। তারা বহুদিন থেকে আইএসআইএল’র বিরুদ্ধে বিমান হামলার দাবি করছে অথচ বড় কোনো ক্ষয়ক্ষতি দেখা যাচ্ছে না। কারণ মার্কিন সরকার আইএসআইএল-কে আসাদ-বিরোধী অস্ত্র বলে বিবেচনা করে।