Fri. May 2nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪ ॥ শুক্রবার, ০২ অক্টোবর ২০১৫
road accident bdময়মনসিংহের ভালুকায় সড়ক দূর্ঘটনায় একজন নিহত হযেছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও আহত হয়েছে তিনজন।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার হবিরবাড়ী সিডস্টোর বাজারে বৃহস্পতিবার দিনগত রাত আনুমানিক ১২টা ১৫ মিনিটের দিকে ঢাকাগামী একটি ট্রাক (ঢাকা- মেট্টো ট-১৮-২৫৪৮) দাঁড়িয়ে থাকা ঢাকাগামী অপর একটি পিকআপকে (ঢাকা-মেট্টো- ন-১৬-৯৫১৩) পেছন থেকে ধাক্কা দিলে পিকআপটি ধুমড়ে মুচড়ে যায়।
এ সময় ঘটনাস্থলেই পিকআপের ভিতরে ঘুমিয়ে থাকা ঢাকা যাত্রবাড়ীর কাঁচাবাজার ব্যবসায়ী কাওসার (৩৫) মারা যান এবং পিকআপের ড্রাইভারসহ আরও তিন যাত্রী আহত হয়। আহতদের স্থানীয়রা উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স এ ভর্তি করেছে। পুলিশ লাশ উদ্ধার করেছে। আহতদের তাৎক্ষনিক পরিচয় পাওয়া যায়নি।
পুলিশ ঘাতক ট্রাকটিকে আটক করতে পারলেও ড্রাইভার পালিয়ে যায়।