Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪ ॥ শুক্রবার, ০২ অক্টোবর ২০১৫
16সত্য কথা হল পৃথিবীতে কেউ নিখুঁত নয়। তবে নিখুঁতের কাছাকাছি হলে কেমন হতে পারে তা নিয়ে আলোচনা করা যেতে পারে। আমরা জানি একেক জনের পছন্দ একেক রকম। একজনের সাথে আরেক জনের পছন্দে অনেক কিছুই মিলে না। তবে আমরা এখানে একটি তালিকা তৈরি করেছি যেখানে একটি ভাল সম্পর্ক কেমন হবে এবং আপনার সঙ্গী আপনার জন্য কতটা সঠিক তা আপনি বুঝতে পারবেন। আমরা সবসময় প্রকৃত প্রেমের সন্ধানে থাকি এবং যখন আমরা কোন সম্পর্কে থাকি তখন তা সবচেয়ে সুন্দর করে তৈরি করতে চাই। নিখুঁত প্রেমিকের বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করা যাক-
১. সে আপনার কথা শোনে:
আমরা যখন কাউকে কোন কথা বলি আমরা আশা করি সে যেন আমাদের সকল কথা মনোযোগ দিয়ে শুনে। সে সবসময় আপনার কথা খুব মনোযোগ সহকারে শুনেন এবং আপনার প্রতিটি কথা মনে রাখেন। সে আপনার আওয়াজ শোনার জন্য ফোন করেন এবং দিন শেষে সারাদিন কি কি করলেন সে বিষয়ে খবর নেন। কারণ, সে সত্যিই আপনার প্রতি অনেক বেশি যত্নশীল।
২. সে তার অনুভব ও অনুভূতি সম্পর্কে কথা বলে:
আমাদের সমাজে ছেলেদের কঠিন হতে বলে। তাদের অনুভূতিগুলো লুকিয়ে রাখার কথা বলে। কিন্তু যে আপনাকে সত্যি ভালবাসবে সে আপনাকে বিনা দ্বিধায় তার মনের সকল কথা জানাবে। সে তার জীবনের অতীত, বর্তমান ও আপনার সাথে কীভাবে সে সারাজীবন কাটাতে চায় সে সম্পর্কে আলোচনা করবে।
৩. সে আপনাকে হাসায়:
অনেকেই বলে থাকেন হাসি আমাদের জন্য একটি মহৌষধ। সব প্রেমিক অনেক মজাদার কোন মানুষ হয় না তবে নিখুঁত প্রেমিকের অবশ্যই রসিকতাবোধ থাকা উচিৎ। সে যতক্ষণ আপনার সাথে থাকবে আপনাকে হাসানোর চেষ্টা করবে। সে যতই গম্ভীর হোক না কেন আপনার সাথে সে সবসময় হাস্যজ্বল থাকবে।
৪. সে আপনাকে বিশ্বাস করে:
সম্পর্কের মাঝে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল বিশ্বাস। তাই সম্পর্কের জন্য বিশ্বাস অপরিহার্য। আপনারা একে-অপরকে মন দিয়ে বিশ্বাস করলে আপনাদের মাঝে কখনও কেউ আসতে পারবে না। একজন নিখুঁত প্রেমিক বলতে সে নয় যে আপনাকে সারাক্ষণ ম্যাসেজ বা ফোন করতে থাকে। সে সবসময় আপনার নিরাপত্তার কথা চিন্তা করবে এবং আপনার যত্ন নিবেন।
৫. সে আপনাকে শ্রদ্ধা করে:
প্রত্যেক সম্পর্কে বিশ্বাস থাকার পাশাপাশি শ্রদ্ধাবোধ থাকাও অপরিহার্য। আপনার প্রেমিক যদি সঠিক হয়ে থাকে সে কখনও আপনার গায়ে হাত তুলবে না। সব সম্পর্কতেই ঝগড়া বিবাদ হয়। কিন্তু যত তাড়াতাড়ি তা ভুলে যেয়ে আপনারা একত্রিত হবেন ততই আপনাদের সম্পর্ক ভাল হবে।–সূত্র: লাইফ হ্যাক।