Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪ ॥ শুক্রবার, ০২ অক্টোবর ২০১৫
20হারারেতে স্পিনার ইয়াসির শাহ’র বোলিং যাদুতে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে জিম্বাবুয়েকে ১৩১ রানের বড় ব্যবধানে হারিয়েছে পাকিস্তান। শুরুতে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেটে ২৫৯ রান করে পাকিস্তান। জবাবে, ব্যাট করতে নেমে ১৩ ওভার বাকি থাকতেই ১২৮ রানে গুটিয়ে যায় স্বাগতিকরা।
টস হেরে ব্যাট করতে নেমে, শুরুটা ভালো হয়নি পাকিস্তানের। ৩৫ রানেই প্রথম সারির তিন ব্যাটসম্যানকে হারিয়ে চাপে পড়ে সফরকারীরা। তবে, ৪৪ রান করে প্রাথমিক চাপ সামলে নেন উইকেটরক্ষক সরফরাজ আহমেদ। এরপর মোহাম্মদ রিজওয়ান ও ইমাদ ওয়াসিমের ক্যারিয়ার সেরা ব্যাটিংয়ে ৬ উইকেট হারিয়ে ২৫৯ রান করে পাকিস্তান। রিজওয়ান ৭৫ ও ওয়াসিম করেন ৬১ রান।
জয়ের লক্ষ্য তাড়া করতে নেমে ইয়াসির শাহর বোলিং তা-বে নিয়মিত বিরতিতে উইকেট হারায় জিম্বাবুয়ে। ৩৭ ওভারে মাত্র ১২৮ রানেই থেমে যায় স্বাগতিকদের ইনিংস। জিম্বাবুয়ের হয়ে সর্বো”চ ২৬ রান করেন শন উইলিয়ামস। ২৬ রানে ৬ উইকেট নেন ইয়াসির। এ জয়ে তিন ম্যাচ সিরিজে ১-০ তে এগিয়ে গেল পাকিস্তান।