Fri. Mar 14th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪ ॥ শুক্রবার, ০২ অক্টোবর ২০১৫
34টাঙ্গাইলের কালিহাতীতে জনতার বিক্ষোভে পুলিশের গুলিতে চারজন নিহতের ঘটনায় উপজেলা সদরের আর এস পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয় পৌর আওয়ামী লীগ শোকসভা ও উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগ একই সময়ে প্রতিবাদ সভা আহ্বান করায় প্রশাসনের দেওয়া ১৪৪ ধারা শুক্রবার সকাল থেকে চলছে। এজন্য সংশ্লিষ্ট এলাকায় সকাল থেকে বিপুল পরিমাণ পুলিশ মোতায়েন করা হয়েছে। এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় টাঙ্গাইলের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. মাহবুব হোসেন কালিহাতী আর এস পাইলট হাইস্কুল মাঠ, কালিহাতী বাসস্ট্যান্ডসহ এর আশপাশের এলাকা ও ঘাটাইলের হামিদপুর বাজারসহ এর আশপাশের এলাকায় শুক্রবার সকাল ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করেন। এ ব্যাপারে বৃহস্পতিবার সন্ধ্যায় জেলা প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করে বিষয়টি জনসাধারণকে জানিয়ে দেওয়া হয়। শুক্রবার সকাল থেকেও ওই এলাকায় প্রশাসনের সতর্কতামূলক মাইকিং চলছে। টাঙ্গাইলের জেলা প্রশাসক ও ম্যাজিস্ট্রেট মো. মাহবুব হোসেন জানান, সম্প্রতি কালিহাতীতে ছেলের সামনে মায়ের সম্ভ্রমহানির প্রতিবাদে এলাকাবাসীর মিছিলে পুলিশের গুলিতে নিহত ও আহতদের ক্ষতিপূরণ ও দোষী পুলিশ সদস্যদের বিচার দাবিতে শুক্রবার বিকেল ৩টায় কৃষক শ্রমিক জনতা লীগ কালিহাতী আর এস পাইলট হাইস্কুল মাঠে সমাবেশের ডাক দেয়। এদিকে একই দিনে একই সময় উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোজহারুল ইসলাম তালুকদারও ওই স্থানে সমাবেশের ডাক দেন। এভাবে দুদলের পাল্টাপাল্টি সমাবেশ আহ্বান করায় যে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে ১৪৪ ধারা জারি করা হয়েছে। এজন্য সংশ্লিষ্ট এলাকায় সকাল থেকে বিপুল পরিমাণ পুলিশ মোতায়েন করা হয়েছে