খোলা বাজার২৪ ॥ শুক্রবার, ০২ অক্টোবর ২০১৫
হিলি সীমান্তের ফকিরপাড়া এলাকায় শুক্রবার ভোররাতে অভিযান চালিয়ে ১৫ হাজার পিস আমদানি নিষিদ্ধ ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। প্রভিট নামে এসব ভারতীয় ট্যাবলেট দিয়ে গরু মোটাতাজা করা হয়। বিজিবি হিলি সিপি ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার আব্দুল জব্বার রাইজিংবিডিকে জানান, ভারতীয় এসব ট্যাবলেট নিয়ে চোরাকারবারিরা সীমান্ত দিয়ে দেশে প্রবেশ করছে, এমন সংবাদে বিজিবির একটি টহল দল শুক্রবার ভোররাতে ফকিরপাড়া এলাকায় ওঁৎপেতে থাকে। এ সময় চোরাকারবারিরা বিজিবির উপস্থিতি টের পেয়ে মালামাল ফেলে রেখে পালিয়ে যায়। পরে সেখান থেকে পরিত্যক্ত অবস্থায় ১৫ হাজার পিস ভারতীয় প্রভিট ট্যাবলেট উদ্ধার করা হয়। এসব ট্যাবলেট গরু মোটাতাজাকরণ কাজে ব্যবহার হয় বলে বিজিবি জানান। উদ্ধার হওয়া ট্যাবলেটের মূল্য ৩ লাখ টাকা। ট্যাবলেটগুলো হিলি শুল্কগুদামে জমা দেওয়া হয়েছে বলে তিনি জানিয়েছেন