খোলা বাজার২৪ ॥ শুক্রবার, ০২ অক্টোবর ২০১৫
বর্তমান সরকার ক্ষমতা ধরে রাখার জন্য সাধারণ জনগণের উপর যে নির্যাতন করছে তা সরকার স্বীকার না করলেও সার বিশ্বে সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে। পাশাপাশি দেশে নাগরিক নিরাপত্তা না থাকায় বিদেশিরা এ দেশে আসতে ভয় পাচ্ছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন।
শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে বাংলাদেশ জাতীয় মানবাধিকার পরিষদ আয়োজিত ‘ভাবমূর্তির সংকটে বাংলাদেশ, উত্তরণের উপায়’ শীর্ষক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।
তিনি আরও বলেন, ‘দেশের ভাবমূর্তি ক্ষূন্ন হওয়া শুরু হয়েছে ৫ জানুয়ারির প্রহসনের নির্বাচনের পর থেকে।’
সদ্যপ্রাপ্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দ্য আর্থ পদকের সমালোচনা করে তিনি বলেন, ‘আপনার নৈতিক দায়িত্ব হলো নিজের কাছে প্রশ্ন করা যে আপনি পদকের যোগ্য কি না।’
নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি করে তিনি বলেন, ‘সংবিধান সংশোধন করে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন না দিলে এবং জনগণের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে না দিলে দেশের ভাবমূর্তি ফিরে আসবে না।’
একই অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সভাপতি সৈয়দ মুয়াজ্জেম হোসেন আলাল বলেন, ‘রক্তক্ষয়ী স্বাধীনতার পর যারা দেশ শাসন করেছিল তারাই প্রথম দেশের ভাবমূর্তি ক্ষুন্ন করা শুরু করেছিল। আর বর্তমান সরকার স্বাধীনতার চেতনাকে ধর্ষণ করেছে।’
বাংলাদেশ জাতীয় মানবাধিকার পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রফেসর ড. রফিকুল ইসলামের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রফিকুল ইসলাম রিপন, ঢাকা মহানগরী বিএনপি নেতা মোহাম্মদ ফরিদ হোসেন, বাংলাদেশ কল্যাণ পার্টি’র সভাপতি সাহিদুর রহমান তামান্না প্রমুখ।