Sat. May 3rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪ ॥ শুক্রবার, ০২ অক্টোবর ২০১৫
43মহানগরীর টঙ্গীর স্কুইব রোড এলাকায় ন্যাশনাল ফিটিংস অ্যান্ড এক্সেসরিজ নামে একটি প্লাস্টিক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
বৃহস্পতিবার দিনগত রাত সাড়ে ৩টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
টঙ্গী ও জয়দেবপুর ফায়ার সার্ভিসের মোট ৪টি ইউনিট প্রায় ২ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।
স্থানীয়দের বরাত দিয়ে গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. আক্তারুজ্জামান ব্রেকিংনিউজকে জানান, ওই কারখানার ৪তলা ভবনের ছাদে প্রথমে আগুনের সূত্রপাত ঘটে। পরে স্থানীয়রা প্রথমে টঙ্গী ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌছে আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হলে জয়দেবপুর ফায়ার সার্ভিসে খবর দেয়া হয়।
কারখানা কর্তৃপক্ষ দাবি করছে তাদের প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে। তবে তদন্ত সাপেক্ষে ক্ষতির পরিমাণ জানা সম্ভব হবে বলে জানান আক্তারুজ্জামান।