খোলা বাজার২৪ ॥ শুক্রবার, ০২ অক্টোবর ২০১৫
আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, ‘ইতালীয় নাগরিক তাবেলা সিজার হত্যাকাণ্ডে আন্তর্জাতিক জঙ্গিবাদের কোনো সম্পৃক্ততা নেই।’
শুক্রবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) গোলটেবিল মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
বাংলাদেশ স্বাধীনতা পরিষদ ‘চ্যাম্পিয়ন অব দ্য আর্থ এবং আইসিটি টেকসই উন্নয়ন পুরস্কার প্রাপ্তি এবং বাংলাদেশের উন্নয়ন ও বিশ্ব দরবারে মর্যাদা সমুন্নত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদান’ শীর্ষক এ আলোচনা সভার আয়োজন করে ।
সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, ‘ইতালিয়ান নাগরিক হত্যার ঘটনাকে আন্তর্জাতিক ষড়যন্ত্র বা জঙ্গিবাদের সাথে জড়াতে চক্রান্ত হচ্ছে। আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আইএসর সঙ্গে এর কোনো সম্পৃক্ততা নেই। স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইতালীয় কূটনৈতিকও এ বিষয়ে একমত হয়েছেন। বহির্বিশ্বের কাছে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণœ করতেই এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে।