খোলা বাজার২৪ ॥ শুক্রবার, ০২ অক্টোবর ২০১৫
যুক্তরাষ্ট্রের অরগেনের রোজবার্গের ওম্পকুয়া কমিউনিটি কলেজে গুলিবর্ষণের জন্য হতাশা প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। ওই ঘটনাকে গণগত্যা আখ্যা দিয়েছেন তিনি।
বৃহস্পতিবার হোয়াইট হাউজের ব্রিফিং রুমে এই হতাশার কথা জানান মার্কিন প্রেসিডেন্ট। ওই ঘটনাসহ যুক্তরাষ্ট্রে ঘটা সকল গণহত্যার তীব্র সমালোচনা করে মার্কিন প্রেসিডেন্ট বন্দুক আইন সংশোধন করার কথা উল্লেখ করেন। ন্যাশনাল রাইফেল এসোসিয়েশন (এনআরএ)কে বন্দুক আইন সংশোধন করার তাগিদ দেন তিনি।
ওবামা যুক্তরাষ্ট্রের ভোটার ও নেতাদের চ্যালেঞ্জ করে বলেন, রাজনৈতিক দলের নেতারা কি গণহত্যা চান নাকি চান না এই বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে। এই গণহত্যার পুনরাবৃত্তি না চাইলে এখনই ঐক্যমতে পৌছে গান ল সংশোধন করতে হবে। এই ধরনের ট্টাজেডির যাতে আর ভবিশ্যতে না ঘটে। ২০০৮ সাল থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে গুলিবর্ষণের মাধ্যমে কয়েক ডজন গণহত্যার নেতিবাচক দৃষ্টান্ত স্থাপন হয়েছে যা যুক্তরাষ্ট্রের জন্য লজ্জাজনক।
২০১২ সালে নিউটাউনের একটি স্কুলে গুলিবর্ষণের পরে প্রেসিডেন্ট ওবামা ও ভাইস প্রেসিডেন্ট জু বাইডেন গান ল পরিবর্তন করার তাগিদ দিয়ে আসেছেন। ওই সময় একটি স্কুল ছাত্রের মৃত্যুতে গোটা যুক্তরাষ্ট্রকে কাঁদিয়েছিল। ওই ঘটনার জন্য ওবামা এনআরএ ব্যর্থতাকেই দায়ী করেছিলেন।