Sat. Aug 2nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪ ॥ শুক্রবার, ০২ অক্টোবর ২০১৫
67বাংলাদেশের সরকারি ব্যয় পর্যালোচনা করে বিশ্বব্যাংক এক প্রতিবেদনে বলেছে, বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) ৩২টি প্রকল্প রয়েছে, যেগুলো শেষ হতে ১০০ বছরের বেশি সময় লাগবে।
বিশ্বব্যাংকের প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৪-১৫ অর্থবছরের এডিপির প্রকল্পগুলোর অর্থ বরাদ্দের প্রবণতা বিশ্লেষণ করা হয়েছে। সেখানে বলা হয়েছে, গত এডিপিতে ১ হাজার ৩৪টি প্রকল্প ছিল। আর এডিপিতে এমন ১০৬টি প্রকল্প রয়েছে, যেগুলো শেষ হতে ১১ থেকে ১০০ বছর সময় লাগবে। ১৫৪টি প্রকল্প ৬-১০ বছরে শেষ হবে। আর ৭২৫টি প্রকল্প শেষ হবে ৫ বছরের মধ্যেই। বিশ্বব্যাংকের প্রতিবেদনে এসব প্রকল্পের নাম প্রকাশ করা হয়নি।
তবে এডিপি বই পর্যালোচনা করে দেখা গেছে, টেকনাফ-শাহপরীর দ্বীপ সড়ক প্রশস্তকরণ ও শক্তিশালীকরণ প্রকল্পটি ২০১১ সালে নেয়া হয়েছে। ব্যয় ধরা হয়েছিল ১৬ কোটি ৮১ লক্ষ টাকা। গত ৩ বছরে মাত্র ১ লক্ষ টাকা খরচ হয়েছে। এ ধারায় খরচ হলে প্রকল্পটি শেষ করতে ৫ হাজার ৪৩ বছর সময় লাগবে। তবে এবার এই প্রকল্পে ৫ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।
রাজনৈতিক ও অর্থনৈতিক উপযোগিতা না থাকলে এ ধরনের প্রকল্প বাদ দেয়ার সুপারিশ করেছে বিশ্বব্যাংক। প্রতিবেদনে তারা বলেছে, বাংলাদেশের ৮০ শতাংশ উন্নয়ন প্রকল্প সময়মতো শেষ হয় না। আর ২৫ শতাংশ প্রকল্পের ব্যয় বাড়াতে হয়। সময় ও ব্যয় বৃদ্ধির কারণে প্রকল্প থেকে অর্থনৈতিক সুফল পেতে সরকারকে অপেক্ষাকৃত বেশি খরচ করতে হয়। এছাড়া ক্রমান্বয়ে মানব উন্নয়নে প্রকল্প নেয়ার হারও কমছে। ২০০৯-১০ অর্থবছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে মানব উন্নয়নে প্রকল্প ছিল ২৮ শতাংশ। আর গত অর্থবছরে তা কমে এসেছে ২০ শতাংশে। তবে একই সময়ে পরিবহন খাতে এডিপিতে প্রকল্পসংখ্যা ৯ শতাংশ বেড়ে ২৬ শতাংশ হয়েছে।
বিশ্বব্যাংকের প্রতিবেদনে আরও বলা হয়েছে, মোট দেশজ উৎপাদনের (জিডিপি) তুলনায় সবচেয়ে কম রাজস্ব আদায় হয় বাংলাদেশে, আবার সবচেয়ে কম সরকারি ব্যয়ও হয় এ দেশে। তাই শিক্ষা, স্বাস্থ্যসেবা প্রদানে সরকারকে কম ব্যয় করতে হয়। একটি উদাহরণ দিয়ে দাতাসংস্থাটি বলেছে, বিশ্বের বেশির ভাগ দেশের তুলনায় বাংলাদেশে স্বাস্থ্যসেবায় কম ব্যয় করা হয়। ২০১৩ সালের হিসাব অনুযায়ী, বাংলাদেশে মাথাপিছু স্বাস্থ্য ব্যয় ৯৫ ডলার। মাথাপিছু স্বাস্থ্য ব্যয় পার্শ্ববর্তী ভারতে ২১৫ ডলার, শ্রীলঙ্কায় ৩০৬ ও পাকিস্তানে ১২৬ ডলার।
এর আগে ২০১০ সালে বিশ্বব্যাংক সরকারি ব্যয় পর্যালোচনা-সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ করেছিল। এর ধারাবাহিকতায় এবার হালনাগাদ এ প্রতিবেদন প্রকাশ করা হয়েছে।

অন্যরকম