কামরুল হাসান, ঠাকুরগাঁও, খোলা বাজার২৪ ॥ শুক্রবার, ০২ অক্টোবর ২০১৫
ঠাকুরগাঁওয়ে জাতীয় উৎপাদনশীলতা দিবস অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার সকাল ১০টায় সার্কিট হাউজ চত্বর থেকে একটি র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক অতিক্রম করে ঠাকুরগাঁও জেলা চেম্বার অব-কমার্স ইন্ডাষ্ট্রি হলরুমে শেষ হয় । সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় উপজেলা নির্বাহি অফিসার আশরাফুল ইসলাম এর সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্তিত ছিলেন, ঠাকুরগাঁও জেলা প্রশাসক মুকেশ চন্দ্র বিশ্বাস। আরো উপস্থিত ছিলেন, সিনিয়র সহ-সভাপতি মনিরুজ্জামান জুয়েল,সহ-সভাপতি মুরাদ হোসেন,জেলা মুক্তিযোদ্ধা কোমান্ডার জিতেন্দ্র নাথ রায়,জেলা আ,লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান খোকন, ঠাকুরগাঁও জেলার ব্যবসা কল্যান সুসাইটির সভাপতি ফরিদুল ইসলাম, বেকারী মালিক সমিতির সভাপতি আব্দুর রাজ্জাক, লাভলু সহ ব্যবসায়ী সংগঠনের সকল নেতৃবিন্দ।
আলোচনা সভায় ব্যবসায়ী নেতারা উলে¬খ্য করেন, শিল্প কারখানা সচল রাখতে সরকারের আন্তরিকতার বিকল্প নাই।