খোলা বাজার২৪ ॥ শনিবার, ০৩ অক্টোবর ২০১৫
তথ্যে কিছু যায় আসে না। ক্রেতা কী বিশ্বাস করল, সেটাই গুরুত্বপূর্ণ।” বিজ্ঞাপনের দুনিয়ায় এ কথাটা চলে। তেমন ধরনের এক বিজ্ঞাপনের মোড়কে শিরোনামে চলে এসেছে ইউক্রেনের কিয়েভের একটি পেট্রল পাম্প। প্রশ্ন আসতেই পারে পেট্রল পাম্প আবার কী বিজ্ঞাপন করবে ? উত্তর শুনলে, আপনারও ওই পাম্পে যেতে ইচ্ছা করবে। তেল নেবেন কি না পরের প্রশ্ন। সাধারণ পর্যটক হতেও আপত্তি হবে না। কারণ, বিনামূল্যে পেট্রল দিচ্ছে কিয়েভের ওই পেট্রল পাম্প। শর্ত একটাই, গ্রাহককে বিকিনি পরতে হবে। কেন ওই পাম্প হঠাৎ পেট্রলের মতো এমন মহার্ঘ জিনিস ফ্রিতে দিচ্ছে, তার উত্তর অবশ্য পাওয়া যায়নি। গ্রাহকদের তাতে অবশ্য কিছু যায় আসে না। লোভনীয় এই অফার সামনে আসার পর থেকেই পাম্পে ভিড় জমাচ্ছেন স্বদেশি তো বটেই বিদেশিরাও। অনেকে আবার পাম্পে এসে সোজা পোশাক খুলে টু পিসে ধরা দিচ্ছেন। ফ্রি তে পেট্রলও নিচ্ছেন। তা দেখতে ভিড় জমাচ্ছে লোকজনও। ইউক্রেনের সংবাদমাধ্যম তো বটেই প্রশাসনেও এই নিয়ে চাঞ্চল্য তৈরি হয়েছে। এর প্রভাব কি কিয়েভের পর্যটন ব্যবসায় লক্ষ্মীলাভের আশা দেখাচ্ছে ? স্থানীয় প্রশাসন অবশ্য তা নিয়ে মুখ খোলেনি।