খোলা বাজার২৪ ॥ শনিবার, ০৩ অক্টোবর ২০১৫
যুক্তরাজ্যে ব্যক্তিগত সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যাত্রা পথে সিলেটে এক ঘণ্টার যাত্রা বিরতিতে রয়েছেন তিনি। শনিবার সকাল ১১টা ২৫ মিনিটে যুক্তরাজ্যের হিথ্রো বিমানবন্দর থেকে ছেড়ে আসা বাংলাদেশ বিমানের বিজি ০০২ নং ফ্লাইটটি সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। ওসমানী বিমানবন্দরের এভিয়েশন ম্যানেজার হাফিজ আহমদ এ তথ্য নিশ্চিত করে জানান, বিমানটি ঘণ্টাখানেক ওসমানী বিমানবন্দরে অবস্থান করে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে যাত্রা করবে