Sat. May 3rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪ ॥ শনিবার, ০৩ অক্টোবর ২০১৫
19‘সংঘাত নয় ঐক্যের বাংলাদেশ গড়ি’ এ স্লোগানকে সামনে রেখে আন্তর্জাতিক অহিংসা দিবসে উন্নত রাজনীতি ও সংস্কৃতি গড়ে তোলার আহ্বান জানিয়েছে বিভিন্ন সাংস্কৃতিক, রাজনৈতিক ও বিভিন্ন পেশাজীবী সংগঠন। শনিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে আন্তর্জাতিক অহিংস দিবসকে সামনে রেখে এক মানববন্ধন কর্মসূচি ও শান্তি পদযাত্রা পালন করা হচ্ছে। মানববন্ধনে নাগরিক সমাজের বিভিন্ন প্রতিনিধিরা তাদের বক্তব্যে বলেন, বাংলাদেশে সার্বিক পরিস্থিতি বিবেচনায় আন্তর্জাতিক অহিংসা দিবস উদযাপনকে গভীরভাবে বিবেচনায় নিয়ে পালন করা হচ্ছে প্রতিবারের মত। বক্তারা আরও বলেন, নিকট অতীতের রাজনৈতিক পরিস্থিতি কল্পনা করলে আমাদের চোখের সামনে ভেসে উঠে দ্বন্দ্ব-সংঘাতের চিত্র। আমরা দেখেছি শুধু কেবল ক্ষমতায় যাওয়ার জন্য নিরীহ মানুষগুলোকে পেট্রলবোমা দিয়ে আহত ও নিহত করা হয়েছে। শুধুর পরিকল্পনাই এ কর্মকাণ্ড চালিয়ে যাওয়া হয়েছে। এগুলো কোনো নিছক সন্ত্রসী কর্মকাণ্ড ছিলো না। এগুলো ছিলো জঙ্গী কায়দায় রাজনৈতিক কর্মকাণ্ড। সম্প্রতি শিশু নির্যাতন প্রসঙ্গ তুলে ধরে বক্তারা বলেন, বেশ কয়েকমাস যাবত দেখা যাচ্ছে ধারাবাহিকভাবে বিভিন্ন কায়দায় শিশু এবং বিভিন্ন ধাঁচের নারীদের উপর নির্যাতন চালানো হচ্ছে। এসময় ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন ফর ইলেকটোরাল সিস্টেমের পৃষ্ঠপোষকতায় সুশাসনের নাগরিকসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও বিভিন্ন পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। মানববন্ধনে সুশাসনের জন্য নাগরিকের সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন, ‘শুধুমাত্র বাংলাদেশে নয় বৈশ্বিক পরিস্তিতিও আজ অত্যন্ত অস্তিরতা ও সংঘাতপূর্ণ। এরই ধারাবাহিকতার মধ্যেও বিশ্ব মানবতার শান্তির জন্য আন্তর্জাতিক অহিংসা দিবসকে সামনে রেখে মানববন্ধন ও শান্তি পদযাত্রা পালন করতে হচ্ছে।’ তিনি বলেন, ‘ধর্মীয় মৌলবাদী ও জঙ্গিবাদী শক্তির অপতৎপরতা সারা বিশ্বে ছড়িয়ে পড়ছে। যা শান্তিকামী মানুষের জন্য অস্বস্তিদায়ক। এর থেকে বেরিয়ে আসতে হলে আমাদের সকলকে জেগে উঠতে হবে