খোলা বাজার২৪ ॥ শনিবার, ০৩ অক্টোবর ২০১৫
এবার রংপুরে ওসি কনিও নামে এক জাপানি নাগরিককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার সকাল পৌনে ১১ টার দিকে রংপুরের মাহিগঞ্জে একদল মুখোশধারী দুর্বৃত্ত তাকে লক্ষ্যে এলোপাতাড়ি গুলি করে। বর্তমানে তার লাশ রংপুর মেডিকেল হাসপাতালে রয়েছে। প্রত্যক্ষদর্শী জানায়, রিকশায় চড়ে ওই জাপানি নাগরিক ফার্মের দিকে যাচ্ছিলেন। এসময় দুই যুবক তার পথরোধ করে। অপর একজন মোটর সাইকেলে ছিলেন। তাকে গুলি করার পর ঘাতকেরা মোটর সাইকেলে করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা গুলিবিদ্ধ অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। জেলা পুলিশের কন্ট্রোল রুম অপারেটর এমএ মাজেদ জানান, খবর পেয়ে কোতয়ালী, কাউনিয়া ও পীরগাছা থানার ওসি এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে গেছেন।