Fri. May 2nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪ ॥ শনিবার, ০৩ অক্টোবর ২০১৫
27জেলা শহরের নবীগঞ্জ উপজেলার জালালপুর এলাকায় বাস ও ট্রাকের সংঘর্ষে ৩ জন নিহত ও কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। শুক্রবার দিনগত রাত সাড়ে ৯টায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। শেরপুর হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) হুমায়ন কবীর জানান, ঢাকা থেকে সিলেটগামী হানিফ পরিবহনের যাত্রীবাহী একটি বাস জালালপুর এলাকায় পৌঁছে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই বাসের তিন যাত্রীর মৃত্যু ও কমপক্ষে ২০ জন আহত হয়। তবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি। নিহতদের শেরপুর হাইওয়ে থানায় নিয়ে যাওয়া হচ্ছে বলে তিনি জানান।