খোলা বাজার২৪ ॥ শনিবার, ০৩ অক্টোবর ২০১৫
সদর উপজেলার ললিতাদহ মাঠে বজ্রপাতে দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেল তিনটার দিকে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- সদর উপজেলার কাশিমপুর ইউনিয়নের ডহেরপাড়া গ্রামের হোসেন আলীর ছেলে রাশেদ হোসেন (৪৫) ও শমসের আলীর ছেলে আইয়ুব হোসেন (৪৫)। ঘটনার সময় তারা মাঠে গাছ কাটছিলেন। এ সময় বজ্রপাতে আহত হন একই গ্রামের আসাদুল আলী (৫৫)। তাকে জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। যশোর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক কল্লোল কুমার সাহা জানান, মাঠে গাছ কাটার সময় ওই তিনজন বজ্রপাতে গুরুতর আহত হন। বিকেল সাড়ে তিনটা নাগাদ তাদের হাসপাতালে আনা হয়। কিন্তু হাসপাতালে আনার পথে রাশেদ ও আইয়ুব মারা যান। আহত আসাদুলের অবস্থা গুরুতর।