খোলা বাজার২৪ ॥ শনিবার, ০৩ অক্টোবর ২০১৫
নারায়ণগঞ্জে ১ টি বিদেশী পিস্তল ১ রাউন্ড গুলি ও ১ টি ম্যাগজিনসহ ইসমাইল হোসেন লাল (৪০)নামে এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার ভোর সাড়ে ৬ টায় সদর উপজেলার ফতুল্লা পাগলা শাহীবাজার এলাকার মোঃ আলী’র বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সন্ত্রাসী লাল পাগলা শাহীবাজার এলাকার কুদ্দুসের ছেলে ও শীর্ষ সন্ত্রাসী কিলার মোক্তারের ঘনিষ্ট সহযোগী। তার বিরুদ্ধে মাদকসহ ৩ টি মামলা রয়েছে। এ ব্যপারে ফতুল্লা মডেল থানার ওসি আসাদুজ্জামন আসাদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে পাগলা শাহীবাজার এলাকার মোঃ আলী’র বাড়িতে অভিযান চালিয়ে সন্ত্রাসী ইসমাইল হোসেন লাল (৪০)কে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাঝ থেকে পিস্তল, গুলি ও ম্যাগজিন উদ্ধার করা হয়। এছাড়াও তার নামে ফতুল্লা মডেল থানায় মাদকসহ ৩টি মামলা রয়েছে।সে শীর্ষ সন্ত্রাসী কিলার মোক্তারের ঘনিষ্ট সহযোগী। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।