খোলা বাজার২৪ ॥ শনিবার, ০৩ অক্টোবর ২০১৫
জাপানের নাগরিক হোসি কনিও হত্যার ঘটনায় পাঁচজনকে আটক করেছে পুলিশ। আজ শনিবার নগরীর বিভিন্ন স্থান থেকে তাদের আটক করা হয় বলে পুলিশ জানিয়েছে।
আটক ব্যক্তিরা হলেন- হোসি কনিও যে বাসায় থাকতেন, সেই বাসার মালিক গোলাম জাকারিয়া, তার ছেলে জাপানি নাগরিকের প্রকল্প সহকারী হুমায়ুন কবীর হীরা, রিকশাচালক মোন্নাফ ও মুরাদ। তাদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
উল্লেখ্য আজ শনিবার সকাল ১০টার দিকে মুখোশধারী দুর্বৃত্তরা হোসি কনি’কে গুলি করে। এর মধ্যে তিনটি গুলি লাগে তার শরীরে। রংপুরের কাউনিয়া উপজেলার কাসু গ্রামে তিনি খুন হন।
পুলিশ জানিয়েছে, এক বছরের ভিসা নিয়ে হোসি কনিও রংপুরে এসেছিলেন। ছয় মাস ধরে তিনি রংপুরের মাহিগঞ্জের আলুতারী এলাকায় একটি কৃষি প্রকল্প পরিচালনা করছিলেন। সকালে নগরীর মুন্সীপাড়ার ৩১ নম্বর ভাড়া বাসা থেকে রিকশাযোগে মাহিগঞ্জ যাওয়ার সময় আলুতারীতে কয়েকজন দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে গুলি চালায়। তিনটি গুলি তার হাত, বুক ও পায়ে লাগে।
পুলিশ আরো জানায়, দৃর্বৃত্তরা মৃত্যু নিশ্চিত করতে ধারালো অস্ত্র দিয়ে হোসি কনিওর হাতের রগ কেটে দেয় এবং শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে জখম করে। পরে স্থানীয়রা উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।