খোলা বাজার২৪ ॥ শনিবার, ০৩ অক্টোবর ২০১৫
বাংলাদেশে জাপানি নাগরিক খুনের ঘটনায় ইতিমধ্যে খোঁজ খবর নিতে শুরু করেছে জাপান দূতাবাস। দ্য জাপান টাইমস এর অনলাইন সংস্করণে প্রকাশিত এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।
রংপুরে খুন হওয়া ঐ জাপানি খুন হবার পর ‘জাপানিজ ম্যান শট ডেড ইন বাংলাদেশ; ইসলামিক স্টেট লিঙ্ক প্রোভড’ শীর্ষক প্রতিবেদনে বলা হয়েছে, রাজধানী ঢাকা থেকে ৩৩৫ কিলোমিটার দক্ষিণে রংপুরের কাউনিয়া ভ্রমণে গিয়ে হোসি কনিও অজ্ঞাত খুনিদের হামলার শিকার হন। হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান বলে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে। তার বুক, পা এবং হাতে গুলি করা হয়েছে বলে সাংবাদিকদের জানিয়েছেন স্থানীয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম।
হত্যার মোটিভ নিয়ে পুলিশ কোন মন্তব্য করতে রাজি হয়নি। তারা বলছেন, তদন্ত চলছে। ঢাকায় ইতালিয়ান নাগরিক সিজার তাভেলা হত্যার এক সপ্তাহের মধ্যেই জাপানি নাগরিক হত্যার ঘটনা ঘটলো।
জাপান টাইমসের ঐ প্রতিবেদনে আরো বলা হয়েছে, ইতালির নাগরিক তাবেলা সিজার আইএস জঙ্গিদের হাতে হত্যা হয়েছে এই সংবাদ প্রকাশের পরে বাংলাদেশ সরকার দেশ জুড়ে নিপরাপত্তা জোরদার করে। পশ্চিমা দেশগুলো বাংলাদেশে অবস্থিত নাগরিক ও কর্মকর্তাদের চলাচলে সতর্কতা জারি করে। তাতে অস্ট্রেলিয়া ক্রিকেট দল বাংলাদেশের নিরাপত্তার জন্য তাদের নির্ধারিত সফর বাতিল করে। বাংলাদেশ মডারেট মুসলিম দেশ হিসেবে পরিচিত কিন্তু নাস্তিক হিসেবে ব্লগারদের হত্যা করছে।