Fri. May 2nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪ ॥ শনিবার, ০৩ অক্টোবর ২০১৫
47টি-টোয়েন্টি সিরিজের স্মৃতি সুখকর হয়নি; স্বাগতিক পাকিস্তানের কাছে ২ ম্যাচের সিরিজটিতে হোয়াইটওয়াশ হতে হয়েছে বাংলাদেশ প্রমীলা ক্রিকেট দলকে। তবে এই হারের বদলা নেওয়ার সুযোগ রয়েছে সালমা খাতুনের দলের সামনে; দুই ম্যাচের ওয়ানডে সিরিজে।
রবিবার সিরিজের প্রথম ওয়ানডেতে মুখোমুখি হচ্ছে পাকিস্তান ও বাংলাদেশ প্রমীলা দল। ম্যাচ শুরু বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টায়।
সাউদান ক্লাব ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য এই ম্যাচে জয়ের স্বাদ পেতেই মাঠে নামছেন সালমারা। তবে টি-টোয়েন্টি সিরিজ জিতে আত্মবিশ্বাসের তুঙ্গে থাকা পাকিস্তানের বিপক্ষে সালমাবাহিনী ওয়ানডেতে কি করবে, তা একটি প্রশ্ন বটে। কেননা, প্রমীলা ক্রিকেটে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে ম্যাচে কোনো জয় নেই বাংলাদেশের। পরিসংখ্যান তাই পিছিয়েই রাখছে বাংলাদেশকে।
২০১১ সালে বাংলাদেশ নারী ক্রিকেট দল আইসিসির ওয়ানডে মর্যাদা পাবার পর পাকিস্তানের বিপক্ষে এখন অব্দি ম্যাচ খেলেছে ৪টি; হেরেছে সবগুলোতেই। সালমাদের সামনে তাই এবার নতুন এক ইতিহাস গড়ার সুযোগ থাকছে।
বাংলাদেশ-পাকিস্তান প্রমীলা ক্রিকেটের এই ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে পিটিভি। সিরিজের দ্বিতীয় ও শেষ একদিনের ম্যাচটি অনুষ্ঠিত হবে একই ভেন্যুতে, আগামী ৬ অক্টোবর।
বাংলাদেশ প্রমীলা ক্রিকেট দল: সালমা খাতুন (অধিনায়ক), জাহানারা আলম, ফারজানা হক পিঙ্কি, রুমানা আহমেদ, লতা মণ্ডল, আয়েশা রহমান শুকতারা, পান্না ঘোষ, শারমীন আক্তার সুপ্তা, ফাহিমা খাতুন, শামীমা সুলতানা, রিতু মণি, নিগার সুলতানা, খাদিজা তুল কুবরা, শারমীন সুলতানা, নাহিদা আক্তার।