খোলা বাজার২৪ ॥ শনিবার, ০৩ অক্টোবর ২০১৫
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচটি ইমাম রংপুরে দুর্বৃত্তের গুলিতে নিহত জাপানি নাগরিক হোশি কমিও’র কথা উল্লেখ করে বলেন, হোশি কমিও জাপানি নাগরিক নয় তিনি বাংলাদেশি এবং তিনি এখানে আলুর ব্যবসা করেন।
এইচটি ইমাম বলেন, হোশি কমিও’র সম্পর্ক আমরা ইতোমধ্যে খোঁজ খবর নিয়েছি। তিনি একজন আলুর ব্যবসায়ী এবং বাংলাদেশি নাগরিক।
আওয়ামী লীগের সভাপতিম-লীয় সদস্য শেখ সেলিম বলেন, এটা একটি ষড়যন্ত্র, যারা বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে সন্তুষ্ট নয়, তারাই দেশের ভাবমূর্তি নষ্ট করার জন্য এবং বাংলদেশকে জঙ্গিরাষ্ট্র বানাতে চিন্তা করে।
উল্লেখ্য, শনিবার সকাল সাড়ে দশটার দিকে রিকশায় করে রংপুরের মাহিগঞ্জের আলুপাড়া এলাকা পার হচ্ছিলেন হোশি কমিও। এ সময় তার উপর অর্তকিতভাবে হামলা চালায় কয়েকজন মুখোশধারী দুর্বৃত্ত। এদের মধ্যে তিনজন মোটরসাইকেলে করে আসে। বাকিরা রাস্তার আশপাশেই ছিল। জাপানের নাগরিককে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি করেই পালিয়ে যায় দুর্বৃত্তরা। এ অবস্থায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে ডাক্তাররা মৃত ঘোষণা করেন। নিহত হোসি কমিও’র শরীরের বিভিন্ন অংশে তিনটি গুলির চিহ্ন পাওয়া গেছে।
রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার জয়নাল আবেদিন জানিয়েছেন, এক বছরের ভিসা নিয়ে বাংলাদেশে আসা জাপানি এই নাগরিক, রংপুরে চারমাস ধরে অবস্থান করছিলেন। শহরের মুন্সীপাড়া এলাকায় থাকতেন তিনি। তবে এ ব্যাপারে পুলিশকে কিছুই জানানো হয়নি বলেও দাবি তার।
পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। জিজ্ঞাসাবাদের জন্য ৪ জনকে আটক করেছে পুলিশ।
এদিকে, জাপানি নাগরিক নিহতের ঘটনা পর্যবেক্ষন করছে ঢাকার জাপান দূতাবাস। জাপান দূতাবাসের একজন কর্মকর্তা জানান, আরো তথ্য নিয়ে এই হত্যাকা-ের বিষয়ে তারা কথা