খোলা বাজার২৪ ॥ শনিবার, ০৩ অক্টোবর ২০১৫
চুয়াডাঙ্গা-১ আসনের সাবেক এমপি মিয়া মোঃ মনসুর আলী (৮৬) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)। আজ শনিবার ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। এক শোকবার্তায় বিএনপি চেয়ারপারসন বলেন, ‘মরহুম মিয়া মোঃ মনসুর আলী ছিলেন বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের এক অকুতোভয় সৈনিক ও কিংবদন্তীতুল্য রাজনীতিবিদ। খালেদা জিয়া বলেন, বহুদলীয় গণতন্ত্র, মত প্রকাশের স্বাধীনতা ও মানুষের মৌলিক অধিকারের স্বপক্ষে এক আপসহীন সংগ্রামী নেতা। বাংলাদেশে গণতান্ত্রিক ব্যবস্থা সুদৃঢ়করণে তার অবদান অনস্বীকার্য। সুদীর্ঘ রাজনৈতিক জীবনে ন্যায়নীতি, আদর্শ ও জনগণের প্রতি অঙ্গিকারে অবিচল থেকেছেন তিনি। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মরহুম মিয়া মোঃ মনসুর আলী এর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবার, আত্মীয়-স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।