খোলা বাজার২৪ ॥ শনিবার, ০৩ অক্টোবর ২০১৫
ঠাকুরগাঁওয়ে মহিলা হকির যাত্রা শুরু হয়েছে। শুক্রবার ঠাকুরগাঁও শহীদ মোহাম্মদ আলী স্টেডিয়ামে এই প্রথম বারের মত মহিলা হকি টিম গঠন করা হয় এবং প্রশিক্ষণ কর্যক্রম শুরু হয়।
প্রশিক্ষণ কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাসুদুর রহমান বাবু। এ সময় বক্তব্য রাখেন জাতীয় হকি দলের সাবেক গোলরক্ষক ওসমান গনি, বাংলাদেশ নেভি দলের খেলোয়াড় ও এই প্রশিক্ষণ কার্যক্রমের প্রশিক্ষক গোলাম রব্বানী, জেলা ক্রীড়া সংস্থার সদস্য মাসুদ রানা প্রমুখ। প্রশিক্ষণে সালন্দর উচ্চ বিদ্যালয়ের ২০ জন খেলোয়াড় অংশ নিচ্ছে।
উল্লেখ্য, জাতীয় স্কুল হকি প্রতিযোগিতায় এ টিম খেলবে।